১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দস্যুদল লেখক- গোলাম কিবরিয়া পিনু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
দস্যুদল  লেখক- গোলাম কিবরিয়া পিনু

Manual7 Ad Code

দস্যুদল

লেখক- গোলাম কিবরিয়া পিনু

অববাহিকায় কে পৌছাচ্ছে?

উপকূলে কে পা রাখছে?

এয়ারপোর্টে কারা নামছে?

দারুচিনি বন থেকে দারুণ উচ্ছাসে,

অস্থিদাহকারী দস্যুরা আসছে!

Manual7 Ad Code

পথপ্রদর্শক কাকে পথ দেখিয়ে দেখিয়ে,

আততায়ী হয়ে উঠছে?

কেন্দ্রবিন্দুতে

কেন্দ্রীয় চরিত্রে যে বসে আছে?

তার চারিত্র্য কী?

তার প্রেম কার জন্য উথলে ওঠে!

কার প্রেমে সে দেওয়ানা হয়?

Manual1 Ad Code

তা দেখে মানচিত্র–

তার মান হারিয়ে অশ্রুসজল হয়ে ওঠে!

সে-ও আশঙ্কা করছে– সে কি আগুনে ভস্মীভূত হবে?

নৌকা ডুবিয়ে দিয়ে

Manual4 Ad Code

যে জাহাজ ভাসানো হচ্ছে জলে,

সে জাহাজ কার?

নদীপ্রধান এদেশে দেশপ্রধান হয়ে

ধান ও শস্য কার হাতে তুলে দিচ্ছে?

নুন খেয়ে নুনপানিতে হাত ধুয়ে

কাকে খুন করার লাইসেন্স দিচ্ছে?

Manual1 Ad Code

দুরুজনকে কোনোভাবেই–

নিবারণ ও নিবারা করতে পারছে না!

তার কি মস্তিষ্ক ও হৃদপিণ্ড নেই?

সে কি রিমোটকন্ট্রোলে চলছে?

তা না হলে সে এতটা পরাশ্রয়ী ও পরাসক্ত হবে কেন?

পদ্মপুকুরের জলে ভাসতে ভাসতে

কী পদ্য শোনাচ্ছে?

দস্যুদল পাঁচতারকা হোটেলে থাকার পর,

কখন যে বাখরখানি খাওয়ার জন্য

পুরনো ঢাকায় চলে আসে!

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code