১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখল: চলাচলে চরম ভোগান্তি

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ০১:০১ পূর্বাহ্ণ
চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখল: চলাচলে চরম ভোগান্তি

Manual8 Ad Code

ফরিদপুর জেলা প্রতিনিধি-

Manual7 Ad Code

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র সদর বাজার বর্তমানে ফুটপাত ও রাস্তা দখলের কারণে তীব্র জনদুর্ভোগে পড়েছে। কাঁচাবাজার ও মাছবাজারের আশেপাশের যাতায়াতের রাস্তাগুলোতে গড়ে উঠেছে অবৈধ সবজি ও ফলের দোকান। ফলে পথচারী ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

প্রতিদিন সহস্রাধিক মানুষ এ বাজারে কেনাকাটার জন্য আসেন। কিন্তু বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা ও চলাচলের জায়গা জুড়ে রয়েছে সবজির বস্তা, ফলের ঝুড়ি ও দোকানিদের মালামাল। বাজারের বেশিরভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় জনসাধারণ বাধ্য হচ্ছে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (CAB) চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন,

Manual3 Ad Code

“কিছু অসাধু ব্যবসায়ী দোকানের সামনে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রায় তিন বছর আগে এই সমস্যা নিরসন হলেও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় পুনরায় তা জনদুর্ভোগে রূপ নিয়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারি প্রয়োজন।”

Manual1 Ad Code

এ প্রসঙ্গে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. গোলাম মুর্তজা বলেন,

“ব্যবসায়ীদের দ্বারা রাস্তা ও ফুটপাত দখলের ফলে যেকোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় আমাদের নিয়মিত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিশেষ করে ভাই ভাই মার্কেট ও দর্জি মার্কেট এলাকায় রাস্তার ওপর যেভাবে অযৌক্তিকভাবে টিনশেড (টিনা সেট) তৈরি করা হয়েছে, তা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের যানবাহন ও সরঞ্জাম নিয়ে প্রবেশকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেবে।”

এ বিষয়ে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বিকল্প জায়গার অভাবেই তারা ফুটপাত ও রাস্তার পাশে দোকান বসাতে বাধ্য হচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি উপযুক্ত স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে প্রস্তুত।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন,

“ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। অচিরেই এ বিষয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code