১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ওয়ার্ড বিএনপির সভাপতির উপর

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ০৯:০৪ অপরাহ্ণ
দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ওয়ার্ড বিএনপির সভাপতির উপর

Manual1 Ad Code

আমিরুল ইসলাম কবির,

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ দুদু গং-রা অবৈধভাবে জমি দাবী করে দখলের চেষ্টা। বাঁধা দিলে নারী শিশুদের মারধর। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন,ইউপি সদস্য এনামুল সালিশ বৈঠকে উপস্থিত হলে তাকেও লাঞ্চিত করা হয়। ভুক্তভোগীদের থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের গাছুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ভুক্তভোগী রিপন মিয়া সাংবাদিকদের জানায়,আব্দুর রশিদ দুদু গং-রা দাঙ্গাবাজ আইন অমান্যকারী,জনবলীয়ান,অন্যের জমি দখলকারী,অহেতুকভাবে ঝগড়া বিবাদে লিপ্তকারী বটে । তফসিল বর্নিত জমি (মৌজা-খোর্দ্দকোমরপুর জে এল নং ৮২) আমি ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ করিয়া আসিতেছি এবং তফসিল বর্নিত জমিতে আমাদের বিল্ডিং বসতবাড়ি আছে। আর আমাদের ক্রয়-কৃত জমির পাশেই সাবু গং জমি ক্রয় করিয়াছে। আমার জমি সংলগ্ন তার জমি হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে পেশী শক্তির বলে শনিবার দুপুরে আমার বসতবাড়ির ক্ষতি করার জন্য আমার বিল্ডিং ঘরের পাশে মাটি খনন করে গর্তের সৃষ্টি করে। এমন ঘটনায় আমি ও আমার পরিবারসহ নিষেধ করতে গেলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দুদু গং-রা দলবদ্ধ হইয়া হাতে বাঁশের লাঠি,লোহার রড, কোদাল,দা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করিয়া আমি ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে আমি সহ আমার পরিবারের নারী ও শিশু সহ ১০-১১ জন ব্যক্তি গুরুতর আহত হয়। বর্তমানে আহতরা সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানায়, আব্দুর রশিদ দুদু দলীয় প্রভাব খাটিয়ে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময়ে নানা অপকর্ম করে থাকে।

এ ঘটনায় ভুক্তভোগী রিপন মিয়ার স্ত্রী তাজনুরী বেগম (৪২) বাদী হয়ে, সোহান (২৬,) আতিক (২০),সেতু (২০), দুদু (৫৫),ভোলা (৫৮),সাবু (৫২), ফারুক (৪৫),পারভিন (৪৮) সহ ১৫ জনকে আসামি করে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

তবে অভিযুক্ত আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করলেও অজ্ঞাত কারণে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Manual8 Ad Code

উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা কামনা করেছেন।।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code