১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাতিরঝিল থানা পুলিশের অভিযানে ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার।

admin
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০২:৩৮ অপরাহ্ণ
হাতিরঝিল থানা পুলিশের অভিযানে ৭৪ লাখ টাকা উদ্ধার, কেয়ারটেকার গ্রেফতার।

Oplus_131072

Manual1 Ad Code

মোঃ সজিব, স্টাফ রিপোর্টার: 

Manual1 Ad Code

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় এক প্রবাসীর বাসা থেকে ১ কোটি ৫০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনায় দায়ের করা মামলায় হাতিরঝিল থানা পুলিশ ৭৪ লাখ টাকা উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে বাসার কেয়ারটেকার মো. উজ্জলকে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে ২০২৫ খ্রিঃ তারিখে পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার বাসিন্দা এ.এস.এম আলাউদ্দিন ভূইয়া (৭৪) হাতিরঝিল থানায় অভিযোগ করেন, তার কেয়ারটেকার বাসার আলমারির ড্রয়ার থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা চুরি করে পালিয়ে গেছে।

 

অভিযোগের ভিত্তিতে ৩৮১/৩৪ ধারা অনুযায়ী একটি মামলা রুজু করা হয়। তদন্তে নেমে হাতিরঝিল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার মৌবাগে অভিযানে যায় এবং ১৩ মে রাত ১২টা ২০ মিনিটে অভিযুক্ত মো. উজ্জলকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

 

তার দেখানো মতে আলমারির ভেতর থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি করা টাকার অংশ দিয়ে সে একটি ফ্রিজ ও একটি আলমারি কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে সে জানায়, অবশিষ্ট ১৪ লাখ টাকা তার ভগ্নিপতির শিমুলতলী বাজার এলাকার বাড়ির খাটের নিচে লুকিয়ে রেখেছে। সেখান থেকেও টাকা উদ্ধার করা হয়।

 

আসামিকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ বলেন, “বর্তমান সরকার অপরাধ দমন ও নির্মূলে বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code