১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ০২:১১ অপরাহ্ণ
ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইসুবপুর গ্রামের বাসিন্দা সাহিরুল ইসলাম (২০) এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার জয়নগর গ্রামের জাহিদ হাসান (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠৈর ইউনিয়নের গুলেরগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল মো. আরিফিন চৌধুরী, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল সোহান মিয়া।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।

Sharing is caring!