৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকের গোবিন্দগঞ্জে যাত্রী ছাউনি স্থাপন প্রয়োজন!

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ
ছাতকের গোবিন্দগঞ্জে যাত্রী ছাউনি স্থাপন প্রয়োজন!

ছবি: সংগৃহীত

 

কথা দিয়ে কথা রাখেননি টিকাদার?
ছাতকের গোবিন্দগঞ্জে যাত্রী ছাউনি স্থাপন প্রয়োজন!

 

আতিকুর রহমান: সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার ছাতকের গোবিন্দগঞ্জে প্রতিদিন লাখ-লাখ মানুষের চলাচল রয়েছে। সড়কের পাশে নিরাপদ অবস্থানে দাড়ানোর মতো কোন ঘর বা যাত্রী ছাউনী নেই। গোবিন্দগঞ্জে যাত্রী ছাউনী ও পুলিশ বক্স ছিলো কিন্তুু সড়ক সংস্কারের সময় যাত্রী ছাউনী ও পুলিশ বক্স ভাংঙ্গা হয়।

তখন টিকাদার বলেছিলেন সড়কের কাজ শেষে যাত্রী ছাউনী ও পুলিশ বক্স নির্মান করে দিবেন। কিন্তু সড়কের কাজ শেষ হলেও যাত্রী ছাউনী ও পুলিশ বক্স নির্মান করে দেননী টিকাদার।

কথা দিয়ে কথা রাখেননি টিকাদার। পুলিশ বিভাগের অনুমতি ক্রমে বনফুলের অর্থায়নে একটি মিনি পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। যার উপরে বনফুলের সাইনবোর্ড রয়েছে। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে দিয়ে প্রতিদিন হাজার-হাজার যানবাহনের চলাচল রয়েছে।

গোবিন্দগঞ্জে দুর পাল্লার বাস কাউন্টার, সিলেট সুনামগঞ্জ, দিরাই ও ছাতকের বাস স্টপিজ, লেগুনার স্ট্যান্ড, সিএনজি চালিত অটোরিকশার কয়েকটি স্ট্যান্ড রয়েছে কিন্তু যাত্রী ছাউনী নেই। গোবিন্দগঞ্জে ছাউনী না থাকায় রোদ-বৃষ্টিতে যাত্রীরা হয়রানীর স্বীকার হতে হয়। বিশেষ করে রাতের বেলা দুর পাল্লার যাত্রীরা অনিরাপদ ও আতংকিত থাকেন। গোবিন্দগঞ্জ পয়েন্টে যাত্রী স্থাপন করা প্রয়োজন। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামন করছি।

Sharing is caring!