৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকা কলেজ ছাত্রদলে বিতর্কিত অনুপ্রবেশ: মোস্তাককে নিয়ে ক্ষোভ

admin
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ণ
ঢাকা কলেজ ছাত্রদলে বিতর্কিত অনুপ্রবেশ: মোস্তাককে নিয়ে ক্ষোভ

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

ঢাকা কলেজ ছাত্রদলে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রলীগের পরিচিত মুখ মোস্তাক আহমেদের বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিশ্বস্ত অনুসারী হিসেবে পরিচিত।

মোস্তাক আহমেদের বড় ভাই তানভীর রহমান বর্তমানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তানভীর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত। তাদের পরিবারের বিরুদ্ধে ইতোমধ্যে পটুয়াখালীতে সাধারণ মানুষের ওপর নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।

তবে সম্প্রতি দেখা গেছে, মোস্তাক আহমেদ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং তিনি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদের আশীর্বাদ নিয়ে সংগঠনের অভ্যন্তরে অবস্থান তৈরির চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে ছাত্রদলের অভ্যন্তরে অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাক আহমেদ বর্তমানে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং নিজেকে দলীয় কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী বলেন, “যে ব্যক্তি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছে, যার পরিবার ফ্যাসিবাদের সহযোগী হিসেবে পরিচিত, সে কীভাবে ছাত্রদলের মতো আদর্শিক প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারে?”

তারা আরও বলেন, “এটি শুধু রাজনৈতিক ভীতি নয়, বরং ছাত্রদলের ভিতর থেকে দুর্বল করার একটি পরিকল্পিত চেষ্টা।”

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ ও আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Sharing is caring!