১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকের জাতুয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ঘটনাস্থল থেকে আটক ৩ জন

admin
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৯:২৭ অপরাহ্ণ
ছাতকের জাতুয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ঘটনাস্থল থেকে আটক ৩ জন

Manual6 Ad Code

এফ এম হাসান : ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের দু’পক্ষের মধ্যে সং*ঘ*র্ষে*র ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গ্রামের মসজিদের কমিটি গঠন নিয়ে জাতুয়া গ্রামের হুশিয়ার আলী ও সোহেল মিয়া পক্ষদ্বয়ের মধ্যে সং*ঘ*র্ষে*র ঘটনা ঘটে।

Manual7 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। এ সময় সোহেল মিয়া পক্ষের লোকজন পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।

Manual6 Ad Code

ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অ*স্ত্র সহ ৩ জনকে আটক করেছে।

Manual6 Ad Code

আটকৃতরা হলেন, দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আসমত আলীর পুত্র লায়েক মিয়া,জাতুয়া গ্রামের শামসুল হকের পুত্র মো.গোলাম কিবরিয়া ও গোবিন্দগঞ্জ-সৈদের গাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত বশর মিয়ার পুত্র আফতাব উদ্দিন। আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র,৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ৩ জনকে রাতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সুত্র থেকে জানা গেছে,।

Manual2 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ,একজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code