
জেলা প্রতিনিধি:নয়ন রায়(যশোর)
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাঙ্গালীপুর ঈদগাহ ময়দানে(৬ ই সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২.০০ টার সময় মানবসেবা সংঘ এর উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে বিনামূল্যে ১০০ পিচ বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ আবুল বাশার এর সঞ্চালনায় উক্ত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, উপস্থিত ছিলেন জনাব বিল্লাল হোসেন, জনাব আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলাম সহ প্রমুখ।
যারা বিতরণ কালের সময় বিভিন্ন বক্তারা বলেন মানুষের বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ, আমরা সবাই চারাগাছ লাগিয়ে দেশকে ও মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসবো, আমাদের বাঁচতে হলে অবশ্যই গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি তাই আসুন আমরা সবাই সকলে একসাথে মিলিত হয়ে গাছ লাগাই পরিবেশ বাচাই।
Sharing is caring!