
এফ এম হাসান :
ছাতক উপজেলার মেধাবী কন্যা বৃটেনের ইংল্যান্ড ব্রিস্টল ‘ল’ ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন।তিনি বাংলাদেশে এল.এল.বি ডিগ্রী অর্জন করে শিক্ষানবিশ আইনজিবী হিসেবে সিলেট জর্জ কোর্টে কিছুদিন কাজ করেছেন। পরবর্তীতে আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাজ্য চলে যান তিনি।
এডভোকেট আমিনা আক্তার মুন্না ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামের মোহাম্মদ হাছন মিয়ার কন্যা এবং দোলারবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কয়েছ আহমদ রিপনের ছোট বোন।
Sharing is caring!