
শাকুর মাহমুদ চৌধুরী,
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিমের ভাতিজা মোহাম্মদ আহনাফ (১৮)।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহনাফ তার বন্ধুদের সঙ্গে লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় পানির স্রোতে একসঙ্গে তিনজন ভেসে যান।
ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন।
ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা রাতভর তল্লাশি চালাচ্ছেন।
এ প্রসঙ্গে কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আমরা সম্ভাব্য সব উপায়ে নিখোঁজ তরুণকে খুঁজে বের করার চেষ্টা করছি। সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চলছে।
সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর দ্রুত রেসকিউ টিম পানিতে নামে। উদ্ধারকারী বোটের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহনাফের সন্ধানে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে ভাতিজার নিখোঁজ হওয়ার ঘটনায় শোক ও দুশ্চিন্তা প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। গণমাধ্যমকে তিনি বলেন, আমরা অনেক চেষ্টা করেছি।
ডিসি, প্রশাসন ও স্থানীয়রা সর্বাত্মক সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় কক্সবাজারের পর্যটক ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
Sharing is caring!