
জেলা প্রতিনিধি:নয়ন রায়(যশোর)
মনোহরপুর ইউনিয়নের রজিপুর এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট গাজী এনামুল হক। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে উপস্থিত জনতা এডভোকেট গাজী এনামুল হকের দৃষ্টি আকর্ষণ করে জানান, রজিপুর কালী মন্দিরের প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে পানিতে ডুবে রয়েছে। ফলে তারা ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণ সুষ্ঠুভাবে পালন করতে পারছেন না। এ অবস্থায় স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে মাটি উত্তোলন করে উঁচু করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
এসময় এডভোকেট গাজী এনামুল হক স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুতই এ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা।
Sharing is caring!