১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানোর উদ্যোগ

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৫:১৮ অপরাহ্ণ
বাঁশখালীতে প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানোর উদ্যোগ

Manual7 Ad Code

জসিম তালুকদার (চট্টগ্রাম):

—————————————-

Manual5 Ad Code

আগামী শনিবার ১৫ মার্চ ২০২৫’ দিন ব্যাপী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪২১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার ৯০৩ জনকে এই ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হবে।

সরকারী হাসপাতাল এবং উপজেলার সব টিকাকেন্দ্রে এই টিকা দেয়া হবে। এনিয়ে আজ বুধবার বাঁশখালী হাসপাতালে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমা আক্তারের সভাপতিত্বে হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখার হালদার, শিক্ষা অফিসার হাসান আল মামুন , বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, উপজেলা মসজিদের খতীব মাওলানা মোস্তাক আহমদ, হিন্দু ও বৌদ্ধ মন্দির প্রতিনিধি।

Manual7 Ad Code

এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ইমরান হাসানের পরিচালনায় এসময় টিকাদান কার্যক্রমের ইনচার্জ মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুহাম্মদ জয়নুল আবেদীন মাহবুব, সাংবাদিক জসিম উদ্দীন মাহমুদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় হাসপাতাল প্রধান টিএইচও ডাক্তার নাজমা আক্তার জানান, এবার বাঁশখালী প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বাঁশখালী হাসপাতালে এবং সব ইউনিয়নের টিকা কেন্দ্রগুলোতে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৪২১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৭ হাজার ৯০৩ জনকে এই ভিটামিন এ প্লাস ক্যাপ্সুল খাওয়ানো হবে।

এতে কোন পার্শপ্রতিক্রিয়া নেই। এই টিকা গ্রহণের ফলে রাতকানা রোগ, হাম, নিউমোনিয়াসহ শিশু অনেক রোগ থেকে মুক্তি পাবে বলে জানান।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code