১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ইউছুফ আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ইউছুফ আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুব আলীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউছুফ আলী।

বিশেষ অতিথিরা ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আসাদ্দুজামান শাওন, জালাল আহমদ আব্দুস সালাম প্রমুখ।

আলোচনা সভা শেষে কানাডা প্রবাসী প্রবীণ সাংবাদিক ইউছুফ আলীকে কমলগঞ্জ প্রেসক্লাব ও ধলাইর ডাকের পক্ষ থেকে সম্মাননা স্মরক তুলে দেয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে কমলগঞ্জ, মৌলভীবাজারের  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সাংবাদিক আব্দুল বাছিত খাঁন।

Sharing is caring!