১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে এলাকাবাসির সহায়তায় মৃত্যুর কুপ থেকে ফিরে এলো বন্যহাতি

admin
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ণ
বাঁশখালীতে এলাকাবাসির সহায়তায় মৃত্যুর কুপ থেকে ফিরে এলো বন্যহাতি

Manual2 Ad Code

জসিম তালুকদার,চট্টগ্রাম অফিস থেকেঃ-

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পাহাড়ি এলাকায় একটি দলছুট বন্যহাতি পাহাড়ের ডালে নরম মাটিতে পড়ে আটকে পড়ে কোনো ভাবেই হাতিটি সেখান থেকে উঠতে পারছিল না।

Manual8 Ad Code

পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ গ্রামবাসীর সহায়তায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকালে হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার পুঁইছড়ি  ইউনিয়নের পূর্ব  নাপোড়া পাহাড়ি এলাকায় ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে সাফারি পার্ক থেকে চিকিৎসক এসে হাতিটির চিকিৎসা দেয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সূত্র জানায়, চুনতি অভয়ারণ্যের আওতাধীন বাঁশখালী উপজেলার নাপোড়া  গহিন অরণ্যের বাইসসার জুম নামক স্থানে একটি দলছুট হাতি পাহাড়ের ডালে নরম কাদা মাটিতে আটকে পড়ে। দীর্ঘক্ষণ আটকে থাকলেও সেদিকে লোকজনের চলাচল না থাকায় বিষয়টি কারো নজরে পড়েনি।

একপর্যায়ে স্থানীয় আবুল কাশেম হাতিটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগ ও স্থানীয় ৩৫ গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিটি উদ্ধার করে।

বন বিভাগের (পৌরসভা) জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ  বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি আরও জানান, দীর্ঘ সময় কাদা মাটিতে  আটকে থাকায় হাতিটি অসুস্থ হয়ে পড়েছে। হাতিরটি স্যালাইনযুক্ত পানি খাওয়ানো হয়েছে।

চিকিৎসার জন্য সাফারী পার্কের বিশেষজ্ঞ চিকিৎসকের দল খবর দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে চিকিৎসাকের দল আসার কথা রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code