২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর, ১৪৪৭ হিজরি

চরভদ্রাসনে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

admin
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ০৭:০৮ অপরাহ্ণ
চরভদ্রাসনে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসস থানা পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো ইজাজুল শিকদার (২৮) কে গ্রেফতার করেছে।

গত ৪ মার্চ ২০২৫ রাত্র ১১:৩০ মিনিটে চরভদ্রাসন থানার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) সাকিনস্হ রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোড জনৈক মনজুরুল হক মঞ্জুর মির্ধার বাড়ির সামনে পাকা রাস্তার উপর পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ওসি মো:রজিউল্লাহ খান বলেন,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!