১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতক থানার অভিযানে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
ছাতক থানার অভিযানে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual8 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের সফল অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজীব আবু জাফর (৪০), তিনি দোয়ারাবাজার থানার লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা।

Manual4 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ছাতক থানার একটি টিম উত্তর হাদাচানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ছাতক থানার এসআই আশরাফুল আলম চৌধুরী, সঙ্গে ছিলেন এএসআই তোলা মিয়া এবং সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলসহ Officer’s Choice Blue ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাজীব আবু জাফরকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code