২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে ৮০০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মিসবাহুল কবির (২০) বিশ্বম্ভরপুর থানার ধনপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান, তার সঙ্গে ছিলেন এসআই ইয়াছিন মিয়া ও সঙ্গীয় ফোর্স। অভিযানে ধনপুর গ্রামের একটি সরু কাঁচা রাস্তার উপর থেকে মিসবাহুল কবিরকে ৮০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!