২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবারের পর আজ রোববারও সকাল ৯টায় এখানে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টায়ও একই তাপমাত্রা ছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, গতকাল সকালের মতো আজও শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও কয়েক দিন তাপমাত্রা এ রকমই থাকতে পারে। তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

Sharing is caring!