১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ পাঁচ স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও একটি মাজার ভাংচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:১৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ পাঁচ স্থানে শেখ মুজিবের ম্যুরাল ও একটি মাজার ভাংচুর

এফ এম হাসান :: শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে বুধবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ ওলামা মশায়েখগণ।

সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন,জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুব্ধরা।

একই সময়ে শহরের হাছননগরের ডংকা শাহ্’র মাজারের স্থাপনা ভেঙে দেন বিক্ষুব্ধরা।

জেলা শহরের জেল রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাংচুর করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গভীর রাতে মোটরসাইকেল যোগে পৌরসভা প্রাঙ্গণে এসে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ওলামা মশায়েখগণ।

এরপর সেখানে থাকা কালো পলিথিন সড়িয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙতে থাকেন শিক্ষার্থীরা।

Sharing is caring!