১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রীয় সার্থে চোরাচালান সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহবান -২৮ বিজিবি অধিনায়কের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় সার্থে চোরাচালান সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহবান -২৮ বিজিবি অধিনায়কের

Manual2 Ad Code

মেঘালয় থেকে নিয়ে আসা গবাদিপশু ফুচকার চালান জব্দ

 

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিধিনি :: ভারতের মেঘালয় থেকে এপারে নিয়ে আসা নয়া গবাদিপশু (গরু) ফুচকাসহ বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

Manual5 Ad Code

বুধবার রাতে সিলেট সেক্টরে, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর, মধ্যনগর,দোয়ারাবাজার,সদর উপজেলার সীমান্তে থাকা বিওপির বিজিবি টহলদল ওইসব চোরাচালানর মালামাল জব্দ করেছে।

বুধবার রাতে সিলেট সেক্টরের , সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

অধিনায়ক (সিও বিজিবি) জানান,ভারতের মেঘালয় রাজ্যের বিভিন্ন পাহাড়ি এলাকায় থাকা চোরাকারবারিদের সহায়তায় এপারে থাকা বাংলাদেশি চোরাকারবারি চক্রের সদস্যরা ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তের চাঁনপুর বিওপির বারেকটিলা, লাউরগড় বিওপির সীমান্ত নদী জাদুকাটার নৌপথ, মধ্যনগর সীমান্তের মাটিরাবন বিওপির গিলাগড়া, দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির জুমগাঁও,বিশ^ম্ভপুরের মাছিমপুর,জেলার সদর উপজেলার বনগাঁও বিওপির সোনাতলা চোরাচালান রুট ব্যবহার করে বস্তা ভর্তি চিনি, ফুচকা (খাদ্য সামগ্রী), গবাদিপশু (গরু), বাংলাদেশ থেকে পাচারকালে বস্তাভর্তি সুপারীর চালান জব্দ করে। জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ১৬ লাখ টাকা।

Manual1 Ad Code

বুধবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক (সিও বিজিবি) লে.কর্নেল একে এম জাকারিয়া কাদির মো. হাফিজুর রহমান রাষ্ট্রীয় সার্থে সুনামগঞ্জের সকল শ্রেণিপেশার মানুষকে সীমান্তে মাদকসহ যে কোন ধরণের চোরাচালান,সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি তথা আইনশৃস্খলা রক্ষাকারি সকল বাহিনীকে সহযোগিতার আহবান জানান।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code