২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল এতে দুইজন গণপিটুনির শিকার হন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল এতে দুইজন গণপিটুনির শিকার হন

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আদালতে শুনানি শেষে আসামিদের প্রিজনভ্যানে উঠানোর সময় ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে জামিনে থাকা আসামিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। এতে দুইজন গণপিটুনির শিকার হন। এর মধ্যে পরান চৌধুরী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ‘জয় বাংলা’ স্লোগান ও লিফলেট বিতরণের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।

রোববার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

Sharing is caring!