১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল এতে দুইজন গণপিটুনির শিকার হন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:১৫ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল এতে দুইজন গণপিটুনির শিকার হন

লক্ষ্মীপুরে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আদালতে শুনানি শেষে আসামিদের প্রিজনভ্যানে উঠানোর সময় ‘জয় বাংলা স্লোগান’ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে জামিনে থাকা আসামিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। এতে দুইজন গণপিটুনির শিকার হন। এর মধ্যে পরান চৌধুরী নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ‘জয় বাংলা’ স্লোগান ও লিফলেট বিতরণের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।

রোববার দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন- জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

Sharing is caring!