১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে বেপরোয়া সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
সিলেটে বেপরোয়া সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেট নগরীর চৌকিদিখী এলাকায় বেপরোয়া গতিতে আসা সিএনজি অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রড নামানোর কাজে নিয়োজিত ওই দুই শ্রমিকের উপর হঠাৎ সিএনজি অটোরিকশাটি উঠে গেলে তাদের মৃত্যু হয়।

 

 

গতরাত (বুধবার দিবাগত রাত) দেড়টার দিকে নগরীর চৌকিদিখী এলাকার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

নিহত ২ জন হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় থাকতেন।

 

 

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

 

এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে গেছে। নিহত ২ জনের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code