১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজার থানার অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০১:০০ পূর্বাহ্ণ
দোয়ারাবাজার থানার অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৮২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সোনাফর আলী (২৩), যিনি দোয়ারাবাজার থানার সুলতানপুর গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে অবস্থিত মাতুর ব্রিজের উপর অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন। তার সঙ্গে থানার অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে সোনাফর আলীর কাছ থেকে ৮২ বোতল Officer’s Choice নামক বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোনাফর আলীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Sharing is caring!