
——–হে বিজয়——
২৩-১২ -২০২০ইং
কলমে –অনিতা আনন্দ কবিতা
——————————–
হে বিজয় -যখনই তুমি ফিরে আসো
আমাদের মাঝে,
আকাশে বাতাসে ধ্বনিত হয়
তোমার জয়গান,
তখনই মনে আসে দীর্ঘশ্বাস।
৭১ এর এই দিনে হয়েছিল সীমাহীন যুদ্ধ।
যার কাহিনী শুনলে ——–
মোদের শ্বাস হয়ে যায় রুদ্ধ।
অনেক রক্ত ঝরিয়ে দেশটা
স্বাধীন হলো অবশেষে।
যুদ্ধ করে বাঙালিরা পেল বাংলাদেশ।
আমরা বাংলাদেশ না পেলে-
দুঃখ পেতাম বেশ।
এই বিজয় মানে আমাদের জয়োল্লাস,
এই বিজয় মানে হাসি,
এই বিজয় মানে আমাদের স্বাধীনতা।
এ বিজয়ের দিনে আমরা পেয়েছি
লাল সবুজের পতাকা।
বিজয় মানে নতুন গান, নতুন সূর্য্য উদিত হওয়া।
খোলা আকাশের নিচে প্রান পথচলা।
হে বিজয় -তুমি এনেদিলে স্বাধীনতার জয়গান।
হে বিজয় তরুন প্রজন্মকে এনে দিয়েছ
সোনার বাংলাদেশ।
তুমি এলে ধানসিঁড়িটির তীরে,,
এই বিজয় ক্ষনে এসো মাতি আনন্দে।
নাচি গাই ছন্দের তালে তালে,
,ভেসে যাই বিমুগ্ধ সমীরন।
হে বিজয় তুমি যে মোদের অহংকার,
তোমাকে বুকে ধারন করতে পেরে
আমরা আজ গর্বিত।
তাইতো আমরা সবাই মিলে
স্বপ্নের দেশ গড়ি,
আমরা আমাদের দেশকে ভালোবাসি।
আমার সোনার বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।
Sharing is caring!