১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হে বিজয়_কলমে – অনিতা আনন্দ কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ণ
হে বিজয়_কলমে – অনিতা আনন্দ কবিতা

Manual2 Ad Code

——–হে বিজয়——
২৩-১২ -২০২০ইং
কলমে –অনিতা আনন্দ কবিতা
——————————–
হে বিজয় -যখনই তুমি ফিরে আসো
আমাদের মাঝে,
আকাশে বাতাসে ধ্বনিত হয়
তোমার জয়গান,
তখনই মনে আসে দীর্ঘশ্বাস।

৭১ এর এই দিনে হয়েছিল সীমাহীন যুদ্ধ।
যার কাহিনী শুনলে ——–
মোদের শ্বাস হয়ে যায় রুদ্ধ।
অনেক রক্ত ঝরিয়ে দেশটা
স্বাধীন হলো অবশেষে।
যুদ্ধ করে বাঙালিরা পেল বাংলাদেশ।

আমরা বাংলাদেশ না পেলে-
দুঃখ পেতাম বেশ।
এই বিজয় মানে আমাদের জয়োল্লাস,
এই বিজয় মানে হাসি,
এই বিজয় মানে আমাদের স্বাধীনতা।
এ বিজয়ের দিনে আমরা পেয়েছি
লাল সবুজের পতাকা।
বিজয় মানে নতুন গান, নতুন সূর্য্য উদিত হওয়া।
খোলা আকাশের নিচে প্রান পথচলা।

Manual6 Ad Code

হে বিজয় -তুমি এনেদিলে স্বাধীনতার জয়গান।
হে বিজয় তরুন প্রজন্মকে এনে দিয়েছ
সোনার বাংলাদেশ।

তুমি এলে ধানসিঁড়িটির তীরে,,
এই বিজয় ক্ষনে এসো মাতি আনন্দে।
নাচি গাই ছন্দের তালে তালে,
,ভেসে যাই বিমুগ্ধ সমীরন।

Manual8 Ad Code

হে বিজয় তুমি যে মোদের অহংকার,
তোমাকে বুকে ধারন করতে পেরে
আমরা আজ গর্বিত।

Manual8 Ad Code

তাইতো আমরা সবাই মিলে
স্বপ্নের দেশ গড়ি,
আমরা আমাদের দেশকে ভালোবাসি।
আমার সোনার বাংলা ,
আমি তোমায় ভালোবাসি।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code