২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

দারুল মাকাম নুরানি এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষায় আল্-আমিন মডেল নুরানি একাডেমির শিক্ষার্থীদের কৃতিত্ব

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ
দারুল মাকাম নুরানি এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষায় আল্-আমিন মডেল নুরানি একাডেমির শিক্ষার্থীদের কৃতিত্ব

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

দারুল মাকাম নুরানি এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫”-এ আল্-আমিন মডেল নুরানি একাডেমির শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

একাডেমির দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি থেকে মোট ১৩ জন শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জনসহ মোট ১১ জন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখে। এই সাফল্য উপলক্ষে আল্-আমিন মডেল নুরানি একাডেমির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Manual1 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সোনার পাড়া বায়তুল আমান জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা হাফেজ ছাবের আহম্মদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত সোনারপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা হাফেজ বেলাল উদ্দিন।

Manual4 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা শাহ্-ছালামাত নুরানি কিন্ডারগার্টেন ও আল্লামা শাহ্-ছালামাত হিফাজতখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ রাহমত উল্লাহ, সোনার পাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল, পেঁচারদ্বীপ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ আহমদ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার সৈয়দ আলম।

আরও উপস্থিত ছিলেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব হাফেজ মাওলানা শাহ আলম।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন।

Manual8 Ad Code

একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইমরান তাঁর বক্তব্যে বলেন, “এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটে এবং এ ধরনের সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code