১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সম্প্রীতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাহিত্য আড্ডা

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:২৯ অপরাহ্ণ
সম্প্রীতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাহিত্য আড্ডা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সম্প্রীতি সাহিত্য পরিষদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সাহিত্য আড্ডা-র আয়োজন করা হয়।

Manual3 Ad Code

ভৈরব মেঘনা নদীর পাড় মেঘনার ত্রিবেণী সেতুর নিচে সকাল: ১০ঘটিকায়,, রোজ: শনিবার কবি পারুল সরকারের সঞ্চালনায় ও কবি, ছড়াকার সুধীর সূত্রধরের সভাপতিত্বে সম্প্রীতি সাহিত্য পরিষদ ভৈরব এর চলতি মাসের শেষ সাপ্তাহে পূর্ণ হতে চলেছে সম্প্রীতি সাহিত্য পরিষদ ভৈরব এর ২০ বছর।

Manual4 Ad Code

এই আয়োজন কে সামনে রেখে আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, কলামিস্ট, প্রাবন্ধিক, সংগঠক, সাংবাদিক মুহ. শহীদুল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সম্প্রীতি সাহিত্য পরিষদ হলো নতুনভাবে শেখার সুযোগ করে দেয় ও সম্প্রীতির আড্ডা” হলো সাহিত্য চর্চা ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি সামাজিক প্ল্যাটফর্ম, যা সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং লেখক সমাজে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। যা ইতিমধ্যে বাংলাদেশের শীর্ষ পর্যায় সম্প্রতি সাহিত্য পরিষদের সদস্যরা রয়েছেন।

সভাপতি ও অতিথিরা বলেন নবীন ও প্রবীণ সাহিত্যিকদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং নতুন সৃজনশীলতাকে উৎসাহিত করে সম্প্রীতি সাহিত্য পরিষদ। এবং প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন যেন সুন্দর ও সাফল্যমণ্ডিত হয় এই আশা ব্যক্ত করেন অতিথিরা।

Manual1 Ad Code

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ, ফরহাদ আহাম্মেদ, সামসুন্নাহার,রফিকুল ইসলাম মামুন, বিপ্লব বর্মণ বলাই, ছিদ্দিকুর রহমান, নুরুণ নেওয়াজ, তানজিম হোসাইন প্রমুহ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code