৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গী মাজার বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী কে এই লাইলি তার খুঁটির জোর কোথায় -১ম পর্ব

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ০৬:০০ অপরাহ্ণ
টঙ্গী মাজার বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী কে এই লাইলি তার খুঁটির জোর কোথায় -১ম পর্ব

Manual1 Ad Code

টঙ্গী মাজার বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী কে এই লাইলি তার খুঁটির জোর কোথায় -১ম পর্ব

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর টঙ্গীর আলোচিত মাদক কারবারি লাইলি কিসের ক্ষমতা জোরে এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। টঙ্গী বাজার মাজার বস্তি সম্রাজ্ঞী বর্তমানে নিজেকে মাদক রানী হিসেবে পরিচিতি লাভ করছেন। টঙ্গী মাজার বস্তিতে হাত বাড়ালে মরণ নেশা মাদক পাওয়া যায় তার সহযোগী হিসেবে ৫৭ নং ওয়ার্ড ইউনিটির সাধারণ সম্পাদক ডুবলি তাদের সহযোগিতা মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা।

Manual4 Ad Code

গোপন সূত্র জানা যায় যে, মাজার বস্তিতে সন্ধাহলে মাদকের হাটবসে তা নিয়ন্ত্রণ করে আসছে লাইলি যে ২০২৩ সালে কক্সবাজারে মাদকসহ তাকে প্রশাসন গ্রেপ্তার করেন। কিছু দিন জেল খাটার পরে এসে নতুন করে চালাচ্ছে মাদক ব্যবসা এখন তিনি প্রশাসনকে মেনেজ করে এখানকার যুবকদের দিয়ে চলছে মাদক ব্যবসা। এই মাজার বস্তিতে বিভিন্ন সময় কয়েক যৌথ বাহিনী অভিযান চালানো পরে কোন অধরা শক্তির মাধ্যমে ধরার ছোঁয়ার বাইরে।

মাদক ব্যবসা সম্রাজ্ঞী লাইলির স্বামী আরিফ একজন শীর্ষ সন্ত্রাসী তার নামে বিগত দিনে একাধিক মামলা রয়েছে টঙ্গী পূর্ব থানায়।চাঁদাবাজি, মাদক ইয়াবা, ফেন্সি, গাজা, হিরোইনসহ ইত্যাদি ব্যবসা করে আসছে দাপটের সাথে। কিশোর গাং তৈরি করেন নিজের কাজের হাসিয়াল করার লক্ষে এদের কে ব্যবহার করে আসছে। টঙ্গী বাজার প্রতি রবিবারে অবৈধভাবে হাট বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং কিছু গ্রুপ তৈরি করেন এই আরিফ।

এখান কার মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে তারা বলেন এই মরণ নেশার কারণে আমাদের সন্তানদের কে নেশার সাথে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই মাজার কে মাদক মুক্ত করা হোক প্রশাসনে সহযোগিতা চেয়েছেন সাধারণ মানুষ। সমাজে আমরা আমাদের সন্তানদের কে ভালো পরিবেশ মানুষের মত মানুষ হিসেবে সমাজে বেড়ে উঠুক তাই চাই।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code