৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত।

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রামে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত।

নিজস্ব প্রতিনিধি:তমাল চন্দ্র দে রুদ্র।

চট্টগ্রামের নাসিরাবাদ দুই নাম্বার গেট এলাকায় বাস চাপায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিশমা রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত তিশমাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী তিশমা বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মধ্যম কধুরখীল লালার দিঘি পাড় এলাকার খলিল খলিফার বাড়ির মো. সাইফুল ইসলাম মানিক একমাত্র মেয়ে।

সে হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ ২য় বর্ষের শিক্ষার্থী ছিলো। সে নগরের মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। পড়ালেখার পাশাপাশি একটি কোচিং সেন্টারে চাকরি করতো তিশমা।

রোববার দুপুরে সে কোচিং সেন্টারের কাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিশমার চাচাতো ভাই মো. আসিফ।

Sharing is caring!