ডেস্ক রিপোর্ট
বাংলাদেশের মাদ্রাসা জগৎ এর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর জেলার টংঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে, শিক্ষার্থীদের শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে তৈরী করতে আয়োজন করেছে একদিনের সাংবাদিকদের কর্মশালা।
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাপ্তাহিক সাংবাদিকতা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে আজ শনিবার সকাল ৯টায় এই ক্লাস অনুষ্ঠিত হয়।
মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সাংবাদিক ফোরামের সহকারী পরিচালক মো. সাব্বির হোসাইন।আয়োজিত এই সাপ্তাহিক কর্মশালায় প্রধান মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা ও সাবেক যমুনা টিভির প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন রিপন।
বিশেষ মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক ও তা’মীরুল মিল্লাত সাংবাদিক ফোরামের সাবেক পরিচালক মির্জা নাদিম। এবারের ক্লাসে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।সাংবাদিকরা জাতির বিবেক, আসুন আমরা হলুদ সাংবাদিক দের বয়কট করি,বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশন করি।
Sharing is caring!