১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গর্ব অহংকার ত্যাগ করে জনগণের কাছে পৌঁছাতে হবে।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ
গর্ব অহংকার ত্যাগ করে জনগণের কাছে পৌঁছাতে হবে।

Manual3 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

Manual7 Ad Code

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে এক যৌথ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর-২৫) বাদ আসর স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমীরের এরশাদুল হক ইমনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

প্রধান অতিথি তার বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন।

Manual8 Ad Code

মাওলানা আব্দুল হালিম বলেন, “গর্ব অহংকার ত্যাগ করে দাড়িপাল্লা মার্কার জয়ের লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন যে, নির্বাচনের সফলতা নিশ্চিত করতে হলে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং তাদের সমর্থন আদায় করা অপরিহার্য।

এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার এবং গাইবান্ধা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

Manual4 Ad Code

এছাড়াও, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস এবং সেক্রেটারি ইউসুফ আল কারজাভিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাবেশে পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code