১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে সাংবাদিকতা স্বার্থে রাজনীতি ছাড়ার ঘোষণা।

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
বোচাগঞ্জে সাংবাদিকতা স্বার্থে রাজনীতি ছাড়ার ঘোষণা।

Manual7 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মুর্শিদহাট (সিনেমা হল রোড) এলাকার বাসিন্দা মাসুদ-উল-জাহাঙ্গীর রাজী (মাসুদ জাহাঙ্গীর)।

Manual3 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রেই যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু বিএনপির রাজনীতির মধ্য দিয়ে হলেও পরবর্তীতে বিভিন্ন বাস্তবতায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং দলীয়ভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

তিনি বলেন, সক্রিয় রাজনীতি ও সাংবাদিকতা একসঙ্গে চালিয়ে যাওয়া নৈতিক, পেশাগত ও বাস্তবিক দিক থেকে বেমানান। একজন সাংবাদিকের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সক্রিয় দলীয় রাজনীতির স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলছিল।

এমন বাস্তবতায় পর্যাপ্ত চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর তিনি আজ থেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ এবং সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বর্তমানে দলীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকায় লিখিতভাবে পদত্যাগপত্র প্রদানের সুযোগ না থাকায় তিনি গণমাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন।

ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় ভূমিকা কিংবা মতাদর্শিক কার্যক্রমে আর সম্পৃক্ত না থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য থাকবে সাংবাদিকতা পেশায় পূর্ণ মনোনিবেশ করা। একজন পেশাদার, নিরপেক্ষ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে তার ভবিষ্যৎ পথচলার মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি রাজনীতিতে যাদের সঙ্গে কাজ করেছেন এবং যারা তাকে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, স্বচ্ছ ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেই আদর্শকে ধারণ করেই তিনি তার বাকি পেশাজীবন উৎসর্গ করতে চান।

সংবাদ সম্মেলনে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code