শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে এক যৌথ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর-২৫) বাদ আসর স্থানীয় মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমীরের এরশাদুল হক ইমনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে দলের নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, "গর্ব অহংকার ত্যাগ করে দাড়িপাল্লা মার্কার জয়ের লক্ষ্যে সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাতে হবে।
তিনি আরও বলেন যে, নির্বাচনের সফলতা নিশ্চিত করতে হলে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং তাদের সমর্থন আদায় করা অপরিহার্য।
এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার এবং গাইবান্ধা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
এছাড়াও, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদৌস এবং সেক্রেটারি ইউসুফ আল কারজাভিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।