২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের ৫০–৬০ হাজার নেতাকর্মী,টুকুর উদ্যোগ এ স্পেশাল ট্রেন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের ৫০–৬০ হাজার নেতাকর্মী,টুকুর উদ্যোগ এ স্পেশাল ট্রেন

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ২৫ ডিসেম্বর।

Manual1 Ad Code

এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

এই কর্মসূচিকে ঘিরে ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় টাঙ্গাইল সদর এলাকার নেতাকর্মীদের জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস, হাইস ও ব্যক্তিগত গাড়িসহ নানা ধরনের যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।

জেলা বিএনপি সূত্র জানায়, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশে রওনা দেবে। পুরো জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

Manual2 Ad Code

প্রিয় নেতাকে একনজর দেখার আশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে। টুকু ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। ছাত্রদলের পক্ষ থেকেও আলাদা প্রস্তুতি রয়েছে।

Manual2 Ad Code

জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ জানান, টাঙ্গাইল সদর থেকে তিন হাজার নেতাকর্মী যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো জেলা থেকে ৬ থেকে ৭ হাজার যুবদলের নেতাকর্মী অংশ নেবেন।

সদরের জন্য একটি পূর্ণ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কৃষক দল ও মহিলা দলের নেত্রীরাও নিজ উদ্যোগে ঢাকায় যাচ্ছেন। জেলা শহরের নেতাকর্মীদের জন্য টি-শার্ট ও মাথার টুপিও প্রস্তুত করা হয়েছে।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ডিপি মনির) বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। টাঙ্গাইল সদর থেকে শ্রমিক দলের অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বলেন, সারা দেশ থেকে লাখো মানুষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। টাঙ্গাইল থেকেও বিশালসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন বলে আমরা আশা করছি।

তিনি জানান, সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় রিজার্ভ করা ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে ঘারিন্দা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশে ফিরবে।

Manual5 Ad Code

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, প্রতিটি উপজেলা থেকেই ঢাকায় যাওয়ার প্রস্তুতি রয়েছে। আজকের মধ্যেই প্রায় অর্ধেক নেতাকর্মী রওনা দেবেন। সদরের জন্য একটি ট্রেন, শতাধিক বাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা দেশে ফিরছেন। এ প্রত্যাবর্তন ঘিরে টাঙ্গাইল জেলা থেকে ৫০ থেকে ৬০ হাজার মানুষ ঢাকায় যাবেন। শুধু সদর এলাকা থেকেই ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন ইনশাআল্লাহ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code