
স্টfফ রিপোর্টার।
ঢাকা রাজধানীর পুরান ঢাকায় খুব গ্রহণযোগ্য খবর পেয়ে ৩১ আগস্ট ২০২৫ (রোজ রবিবার): গত রাত আনুমানিক ৪ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এক অভিযানে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে একটি অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন ৪ জন নাজমা বেগম (৪৫), মোঃ সুমন (২৭), মোঃ শাওন (২৮) ও মোঃ সাগর (২৯)’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে, তল্লাশির মাধ্যমে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার , ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র ও ২টি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এবং জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!