১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মিতু এমব্রয়ডারি পল্লী পরিদর্শন করলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ণ
মিতু এমব্রয়ডারি পল্লী পরিদর্শন করলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA)

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধার পলাশবাড়ীতে এমব্রয়ডারি শিল্পের বিকাশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA) project formulation advisor (volunteer program) Ikeda Takashi পরিদর্শন করেন মিতু এমব্রয়ডারি পল্লী ও বরিশালের ব্যাগ পল্লী।

Manual8 Ad Code

এসময় তিনি মিতু এমব্রয়ডারি পল্লীর নারীদের সঙ্গে কথা বলেন। গাইবান্ধায় সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্য ভিত্তিক পল্লী পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী গ্রামে অবস্থিত সফল নারী উদ্যোক্তা মিতুর এমব্রয়ডারি পল্লী পরিদর্শন করেন সোমবার (২৫আগস্ট)সকালে।

Manual3 Ad Code

তার সঙ্গে ছিলেন,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উপ-পরিচালক (পরিকল্পনা) মোঃ জিয়াউল হাসান, উপ প্রকল্প পরিচালক (ইরেসপো) ঢাকা মোঃ আবদুস সবুর, গাইবান্ধা উপ-পরিচালক বিআরডিবি মোঃ রেজাউল করিম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।

সফল উদ্যোক্তা মিতুর এ মিনি গার্মেন্টসে নারীদের নিপুণ হাতের হস্ত শিল্পের কাজ দেখে অভিভূত হন (JICA) Ikeda Takashi. এসময় তিনি বলেন, এই শিল্পকে জনপ্রিয় করার মধ্যে দিয়ে এর বিকাশ সম্ভব হবে। সেইসাথে নারীর ভাগ্য উন্নয়নের পাশাপাশি তাদের ক্ষমতায়নের পথ প্রস্থ হবে।

Manual8 Ad Code

উল্লেখ্য,সফল উদ্যোক্তা মিতুর এই নুনিয়াগাড়ী এমব্রয়ডারি পল্লীতে নিয়মিত ৩ হাজার নারী কাজ করেন। আর এ কাজগুলো অর্ডার আসে আড়ংসহ দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান থেকে। এই মিনি গার্মেন্টস এর একেকজন নারী শ্রমিক পান মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা। এদেরকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তৈরী করেছেন উপজেলা বিআরডিবি।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code