৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ণ
গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

তানিন আফরিন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। প্লাস্টিক দূষণ আর বন্ধ করা এখনি সময় প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, পরিবেশ কর্মী অংশ নেন।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। তিনি বলেন, প্রতিদিনকার জীবনে প্লাস্টিক ব্যবহার সীমিত না করলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিবে। গাইবান্ধায় পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে।আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, সিভিল সার্জন ডাঃ রকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম।বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Sharing is caring!