১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু লুট, আটক ৮

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু লুট, আটক ৮

Manual7 Ad Code
  1. সুনামগঞ্জ প্রতিনিধি

প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও সুনামগঞ্জের তাহিরপুরের ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট যেন থামছে না।

দিনেদুপুরে নদী এলাকার ফসলি জমি থেকে বালু লুট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা।

Manual2 Ad Code

এদিকে বুধবার দুপুর ১২টার দিকে শান্তিপুর নদীতে অভিযান দেয় পুলিশ। এসময় দুটি বালুবোঝাই নৌকাসহ ৮ শ্রমিককে আটক করা হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

আটক ব্যক্তিরা হলেন, মতিবুর (২৬), আকরাম(২৫), জসিম মিয়া(২০), দেলোয়ার হোসেন (২৪), রুবেল মিয়া (২০), পাবেল (১৯), সাইদুল্লাহ(২০) ও শাহানুর(২৩)। জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের সবাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code