
প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও সুনামগঞ্জের তাহিরপুরের ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট যেন থামছে না।
দিনেদুপুরে নদী এলাকার ফসলি জমি থেকে বালু লুট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা।
এদিকে বুধবার দুপুর ১২টার দিকে শান্তিপুর নদীতে অভিযান দেয় পুলিশ। এসময় দুটি বালুবোঝাই নৌকাসহ ৮ শ্রমিককে আটক করা হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন, মতিবুর (২৬), আকরাম(২৫), জসিম মিয়া(২০), দেলোয়ার হোসেন (২৪), রুবেল মিয়া (২০), পাবেল (১৯), সাইদুল্লাহ(২০) ও শাহানুর(২৩)। জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের সবাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।