
উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আসন্ন চৈত্র সংক্রান্তির সাংগ্রাই উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২ নংমুবাছড়ি ইউনিয়নে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
আমেরিকান প্রবাসী বিজ্ঞানী ড.মংসানু মারমা বাথোয়াই এর আর্থিক সহায়তায় সিঙ্গিনালা শাপলা সংঘের সার্বিক সহযোগিতায় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট।
১ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪.০ টায় সময়ে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজ এর শিক্ষক থুইসাপ্রু মারমার সঞ্চালনায় সিঙিনালা শাপলা সংঘের সভাপতি আনুমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তুপক্ষ বিডা, উপ- পরিচালক, (প্রধান উপদেষ্টা কার্যালয়) অংগ্যজাই মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সিঙিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলাথুই কার্বারী, মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান থুইহলাঅং মারমা। খেলা উদ্বোধন করেন, নিউট্রিশন গভার্মেন্টস এট গ্রোবাল এলায়েন্স ফর ইম্প্রুয়েড নিউ বান্দরবান জেলা কারিগরি সমন্বয়ক, অংচিনু মারমা এবং এই টুর্ণামেন্টে ১২টি ফুটবল টিম অংশগ্রহন করেন।
বক্তারা বলেন সাংগ্রাই উৎসব পাহাড়িদের একটি ঐতিহ্যবাহী দিন। এ দিনটাকে উৎসবমূখর করতে পাহাড়িরা প্রতিবছর বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ অনুষ্ঠানকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব পালন করে থাকে।
এ সময়টাতে পাহাড়ি নরনারীরা বিভিন্ন খেলাধূলা ও বিনোদন মুলক নানা অনুষ্ঠানে আয়োজন করে থাকেন।
Sharing is caring!