১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরের পূবাইলে ৩০বোতল দেশী ও বিদেশী মদসহ গ্রেফতার-২

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ০৫:২৮ অপরাহ্ণ
গাজীপুরের পূবাইলে ৩০বোতল দেশী ও বিদেশী মদসহ গ্রেফতার-২

মোঃ লিমন হোসেন ::

গাজীপুর মহানগর পূবাইল থানাধীন করমতলা সাকিনস্থ রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল সোমবার (২৪ শে মার্চ ২০২৫ ইং) রাতে পূবাইল থানার চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) হুমায়ুন কবির, সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ সোহেল (৪৮) (ভাসমান), পিতা- মৃত মনসুর আলী, মাতা- রেজিয়া বেগম, সাং- মাওসাইর (মনসুর ড্রাইভার এর বাড়ী), থানা- দক্ষিণখান, ঢাকা, ২। আব্দুর রশিদ মিশন (৩৫), পিতা- মৃত আগর আলী, মাতা- মৃত ছফুরা বেগম, সাং- রাকসা, থানা- লালপুর, জেলা- নাটোর, এ/পি- দত্তপাড়া, বনমালা রোড, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরদ্বয়কে গ্রেফতার করে।পরে আসামীদ্বয়ের দেহ তল্লাশী করিয়া সর্বমোট ৩০ (ত্রিশ) বোতল দেশী ও বিদেশী মদ উদ্ধার করে, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা।

২৫ শে মার্চ ২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়। মামলা নং-২১ তারিখ ২৫/০৩/২০২৫ ইং। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল দেশি,বিদেশী মদ সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!