
আমিরুল ইসলাম কবির।
পলাশবাড়ী, গাইবান্ধা
#ফ্যাসিষ্টের দোসর,ঘুষ বাণিজ্যের মূল হোতা,দুর্নীতির অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম’কে বৃহস্পতিবার (১৩ই মার্চ) স্থানীয় সরকার রংপুর বিভাগের উপ-পরিচালক স্বাক্ষরিত এক পত্রে পলাশবাড়ী পৌরসভায় বদলী করা হয়েছে। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় ফুঁসে উঠেছে সচেতন পলাশবাড়ী পোরবাসী।
#অপরদিকে,পলাশবাড়ী পৌরসভায় একই পদে বহাল তবিয়তে আছেন,আর এক দুর্নীতিবাজ সোহরাব হোসেন জনি। তাহলে কি দাড়ালো,যাহা লাউ তাহাই কদু…!
#অবিলম্বে এই বদলী বাতিল করে প্রজ্ঞাপন করা না হলে আন্দোলনে নামবে এমনটিই অভিমত ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মী সহ পলাশবাড়ী পৌরবাসী।
Sharing is caring!