১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এসএমপি ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসীকতায় নাইওরপুল পয়েন্টে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
এসএমপি ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসীকতায় নাইওরপুল পয়েন্টে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

Manual1 Ad Code
  • ফকির হাসান :: অদ্য ১২/০৩/২০২৫ খ্রিঃ সকাল ৮ .০০ ঘটিকা হতে সিলেট শহরের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও সঙ্গীয় ফোর্স কং/ফরহাদ, কং/ অলিউর এবং কং রিপন ডিউটি পালন করাকালে আনুমানিক সকাল ৯.০০ ঘটিকায় একটি মোটরসাইকেল দুই আরোহীসহ শিবগঞ্জ রোড থেকে দ্রুত গতিতে আসতে থাকে।

সন্দেহজনক গতিবিধি দেখে, সার্জেন্ট সোহান সরকার তাদের সিগন্যাল দেন।

Manual8 Ad Code

তবে, তারা সিগন্যাল উপেক্ষা করে বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে এবং একে অপরের লেন পরিবর্তন করতে গিয়ে একটি রিক্সাকে আঘাত করে, ফলে রিক্সাচালক আহত হন।

Manual1 Ad Code

আহত রিক্সাচালককে উদ্ধার করে, সার্জেন্ট সোহান সরকার তার সঙ্গীয় ফোর্সের সাহায্যে একজন আসামীকে আটক করেন।

Manual2 Ad Code

অপর আসামী দৌড়ে পালানোর চেষ্টা করলে, তাকে পিছু ধাওয়া করে মিরাবাজার রোডের একটি গলি থেকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন। ১। মানিক @ হীর মিয়া (৪০), পিতা-জব্বার, সাং-বিএডিসি, পীরের বাজার, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, ২। মোজায়েল আহমদ (২৮), পিতা-ইসরাব আলী, সাং-খাদিমপাড়া, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট।

আটককৃত যুবকের ব্যাগে দেশীয় অস্ত্র পাওয়া যায়।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নির্দেশনায় তাদেরকে কোতোয়ালী মডেল থানায় মোটরসাইকেল ও অস্ত্রসহ হস্তান্তর করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code