২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে আবাসিকে হোটেল অভিযান করে নারী ও খদ্দর সহ আটক-৭

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১২:১১ পূর্বাহ্ণ
সিলেটে আবাসিকে হোটেল অভিযান করে নারী ও খদ্দর  সহ আটক-৭

বিশেষ প্রতিনিধি :
ঢাকা প্যালেস আবাসিক থেকে সিলেটে নারীখদ্দর সহ ৭ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলশ তাদেরকে আটক করে।

 


গ্রেফতারকৃতরা হল, সিলেটের শাহপরান (রহ.) থানার দওগ্রামের সেলিম আহমদের ছেলে জিবান আহমদ, একই থানার বেলগ্রামের ইমন চৌধুরীর মেয়ে এনি বেগম, মুরাদপুরের সাহাব উদ্দিনের মেয়ে নিপা আক্তার তানিয়া, গোলাপগঞ্জ থানার বাখরখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম পাপ্পুু,

 

বালাগঞ্জ থানার মইশাসি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মেহের জাবিন নামিয়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নোয়াগাঁও গ্রামের আজর আলীর ছেলে রুহুল আমিন, ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে খদ্দর স্বপন মিয়া ( হাটেল ষ্টাফ)।

 

এসএমপির মিডিয়া সেল জানায় , রবিবার মদ্যরাত এ অভিযান পরিচালনা করে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হতে পাঠানো হয়েছে।

Sharing is caring!