১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে গাড়িচালক ও অস্ত্র সহ ৪ ডাকাত সেনা বাহিনীর হাতে আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ণ
ছাতকে গাড়িচালক ও অস্ত্র সহ ৪ ডাকাত সেনা বাহিনীর হাতে আটক

Manual2 Ad Code

ছাতকে গাড়িচালক ও অস্ত্র সহ ৪ ডাকাত
সেনা বাহিনীর হাতে আটক

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

ফকির হাসান :: ছাতকে সেনা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,সুরক্ষা সামগ্রী সহ ৪ ডাকাত ও তাদের বহনকারী একটি নোহা গাড়ি ও গাড়ি চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের পেপার মিল রাস্তা উপর ৪২ বীর (রিয়ার) ১১ পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েবের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্র সহ ডাকাতদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম ও রবিউল আলম,আমজাদ আলীর পুত্র মুরাদ আহমদ,মনফর আলীর পুত্র কয়েছ আলী,গাড়ি চালক জালালাবাদ থানার লালারগাও গ্রামের মনছর আলীর পুত্র খোয়াজ আলী।

এ সময় নোহা মাইক্রো গাড়ি (নং ঢাকা মেট্রো চ- ৫১-৩৯১৪), ৪ টি মোবাইল,বড় আকারের ১০টি ছোরা,৩ টি দা,৫ টি বল্লম ৩ টি সুলফি,৭ টি নিগার্ড উদ্ধার করে জব্দ করা হয়েছে।

Manual1 Ad Code

ক্যাপ্টেন শোয়েব জানান,উদ্ধারকৃত অস্ত্র সহ আটক ডাকাতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code