২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরাইলের

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরাইলের

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় তাদের বাহিনী ‘ইয়েলো লাইন’-এর কাছে কয়েকজনকে জড়ো হতে দেখে এবং তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে।

তথাকথিত এই ‘ইয়েলো লাইন’ হলো গাজার ভেতরে ইসরাইলের নির্ধারণ করে দেয়া একটি সীমারেখা।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ওই সীমারেখা অতিক্রম করে তিনজন ইসরাইলি বাহিনীর দিকে এগিয়ে আসে এবং উত্তর গাজার অন্য এলাকায়ও একই ধরনের আরও দুটি ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তিনটি ঘটনাতেই ‘হুমকি দূর করতে’ বিমান হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া, আল জাজিরা স্বাধীনভাবে ইসরাইলি সেনাবাহিনীর দাবিগুলো যাচাই করতে পারেনি।

Manual8 Ad Code

প্রতিবেদন অনুসারে, গাজায় সংঘর্ষ বন্ধের লক্ষ্যে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও বিমান হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনি এবং মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরাইলের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ড এই যুদ্ধবিরতিকে ক্ষতিগ্রস্ত করছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code