১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাটিরাঙ্গায় সামাজিক সংহতি ও দ্বন্দ্ব নিরসনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় সামাজিক সংহতি ও দ্বন্দ্ব নিরসনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual5 Ad Code

মাটিরাঙ্গা উপজেলায় সামাজিক সংহতি ও সামাজিক দ্বন্দ্ব নিরসন বিষয়ে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করা হয়।

কর্মশালাটি জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত এবং ইউএনডিপির তত্ত্বাবধানে পরিচালিত BERCR প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। এতে BERCR প্রকল্পের জেলা ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জনাব জ্ঞানদর্শী চাকমা সামাজিক সংহতির গুরুত্ব ও সামাজিক দ্বন্দ্ব নিরসনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দলভিত্তিক কাজ ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে দ্বন্দ্ব ব্যবস্থাপনার বাস্তব দিকগুলো অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি জনাব আহসান হাবীব প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

Manual3 Ad Code

কর্মশালায় মহিলা হেডম্যান পাইশান্দা মারমা, হেডম্যান রনজিৎ ত্রিপুরা ও অংপ্রত চৌধুরীসহ বিভিন্ন কারবারি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিক মিয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাটিরাঙ্গা শাখা ও বাংলাদেশ স্কাউটস মাটিরাঙ্গা শাখার প্রতিনিধি দল কর্মশালায় অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

এছাড়াও মাটিরাঙ্গার বিভিন্ন জীববৈচিত্র্য সংরক্ষণ দলের প্রতিনিধিগণ এবং বন্যপ্রাণী উদ্ধার দলের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন।

দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।হেডম্যান প্রতিনিধির পক্ষ থেকে রনজিৎ ত্রিপুরা বলেন, কর্মশালায় অর্জিত শিক্ষণীয় বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত জরুরি। সামাজিক সংহতি বজায় রাখা এবং সামাজিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং সমাজে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code