১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরের বিভাগীয় ইজতেমা

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৩ অপরাহ্ণ
আখেরি মোনাজাতে শেষ হলো রংপুরের বিভাগীয় ইজতেমা

Manual4 Ad Code

রংপুর

Manual8 Ad Code

রংপুরের কুকরুলের বিস্তীর্ণ ৮০ একর জমিতে গড়া ইজতেমা ময়দান শনিবার দুপুর। চারদিক থেকে মানুষ ঢুকছে। ময়দানে জায়গা নেই। রাস্তা, খালি মাঠ, দোকানের সামনেও দাঁড়িয়ে ভিড়। ঠিক ১২টার দিকে লাখো মানুষের দু’হাত উঠে গেল আকাশের দিকে। পরমাশান্তির সেই মুহূর্তে ইজতেমার শেষ ঘোষণা—আখেরি মোনাজাত।

Manual7 Ad Code

তিন দিনের এ আয়োজনের শুরু হয়েছিল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে। এরপর ভোর থেকে রাত পর্যন্ত চলেছে দেশ-বিদেশের আলেমদের বয়ান, কোরআন-হাদিসের আলোচনায় ভরপুর সেশন। অংশগ্রহণকারীরা শুনেছেন ঈমান, আখলাক আর দাওয়াতের কথা। অনেকে নিয়ত করেছেন ঘরে ফিরে দাওয়াতে বের হবেন।

Manual3 Ad Code

শনিবার ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ময়দানমুখী হয়। মূল মাঠ ভরে গেলে আশপাশের প্রতিটি খালি জায়গা মানুষে ঠাসা। হেদায়েতি বয়ানের পরই শুরু হয় আখেরি মোনাজাত। কয়েক লাখ মানুষের ‘আমিন’ ধ্বনি একসঙ্গে মিলেমিশে তৈরি করে বিশেষ এক পরিবেশ—যেন পুরো এলাকা একসুরে প্রার্থনায় মগ্ন।

রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও মুসল্লিরা এই প্রথম বিভাগীয় ইজতেমায় অংশ নেন। আয়োজক কমিটি বলছে, প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সমাগম হয়েছে।

Manual5 Ad Code

তিন দিনের ইজতেমা শেষে এলাকায় এখনো ভাসছে সেই মুহূর্তগুলোর প্রতিধ্বনি—এবাদত, জিকির আর “আল্লাহু আকবার” ধ্বনি, যেন পুরো কুকরুলকে ঘিরে রেখেছিল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code