১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা এনটিআরসিএ’র

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে কড়া বার্তা এনটিআরসিএ’র

Manual5 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual8 Ad Code

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক ও এমপিওভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তথ্য পাঠাতে কোনো ধরনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক ও এমপিওভুক্ত শূন্য পদের তথ্য চেয়েছে এনটিআরসিএ।সম্প্রতি এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএর জাল সনদের খবর কর্তৃপক্ষের নজরে আসে। জাল নিবন্ধন সনদ শনাক্তকরণের জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত পদে কর্মরত নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদসমূহ যাচাই করা প্রয়োজন।

Manual7 Ad Code

প্রতিষ্ঠানের প্রধান ও সহ-প্রধানসহ এমপিওভুক্ত সব শিক্ষকের তথ্য, এমপিওভুক্ত শূন্য পদের তথ্য, প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫-এর এমপিও শিট, এমপিও পদে কর্মরত নিবন্ধনধারী সব শিক্ষকের নিবন্ধন সনদসমূহের রঙিন/স্পষ্ট ফটোকপি সত্যায়িত করে প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত অগ্রায়ণপত্রসহ সাত কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

তথ্য পাঠাতে ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে বলা হয়, তথ্যাদি ও কাগজপত্রাদি পাঠাতে কোনো ধরনের ব্যত্যয় (তথ্য গোপন করা/সনদপত্র টেম্পারিং করা/তথ্য প্রদানে বিরত থাকা ইত্যাদি) হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code