রংপুর
রংপুরের কুকরুলের বিস্তীর্ণ ৮০ একর জমিতে গড়া ইজতেমা ময়দান শনিবার দুপুর। চারদিক থেকে মানুষ ঢুকছে। ময়দানে জায়গা নেই। রাস্তা, খালি মাঠ, দোকানের সামনেও দাঁড়িয়ে ভিড়। ঠিক ১২টার দিকে লাখো মানুষের দু’হাত উঠে গেল আকাশের দিকে। পরমাশান্তির সেই মুহূর্তে ইজতেমার শেষ ঘোষণা—আখেরি মোনাজাত।
তিন দিনের এ আয়োজনের শুরু হয়েছিল বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে। এরপর ভোর থেকে রাত পর্যন্ত চলেছে দেশ-বিদেশের আলেমদের বয়ান, কোরআন-হাদিসের আলোচনায় ভরপুর সেশন। অংশগ্রহণকারীরা শুনেছেন ঈমান, আখলাক আর দাওয়াতের কথা। অনেকে নিয়ত করেছেন ঘরে ফিরে দাওয়াতে বের হবেন।
শনিবার ভোর থেকেই মোনাজাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ময়দানমুখী হয়। মূল মাঠ ভরে গেলে আশপাশের প্রতিটি খালি জায়গা মানুষে ঠাসা। হেদায়েতি বয়ানের পরই শুরু হয় আখেরি মোনাজাত। কয়েক লাখ মানুষের 'আমিন' ধ্বনি একসঙ্গে মিলেমিশে তৈরি করে বিশেষ এক পরিবেশ—যেন পুরো এলাকা একসুরে প্রার্থনায় মগ্ন।
রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকেও মুসল্লিরা এই প্রথম বিভাগীয় ইজতেমায় অংশ নেন। আয়োজক কমিটি বলছে, প্রত্যাশার চেয়েও বেশি মানুষের সমাগম হয়েছে।
তিন দিনের ইজতেমা শেষে এলাকায় এখনো ভাসছে সেই মুহূর্তগুলোর প্রতিধ্বনি—এবাদত, জিকির আর "আল্লাহু আকবার" ধ্বনি, যেন পুরো কুকরুলকে ঘিরে রেখেছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।